অ্যাকসেসিবিলিটি লিংক

‘অপজিশন রিসার্চ’ কী?


‘অপজিশন রিসার্চ’ কী?
please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিদ্ধন্দি প্রার্থী সম্পর্কে নেতিবাচক তথ্যাদি সংগ্রহ করে তাঁকে ঘায়েল করবার অভিপ্রায়ে চালানো গবেষণাই হল ‘অপজিশন রিসার্চ’ বা ‘অপো রিসার্চ’। এই গবেষণার মূল উদ্দেশ্যই হল প্রতিপক্ষ প্রার্থী সম্পর্কে নেগেটিভ তথ্য দিয়ে তাঁকে ধরাশায়ী করা। এতে মূলত প্রতিদ্ধন্দি প্রার্থীর জীবদ্দশায় ঘটে যাওয়া অনাকাংখিত ও বিব্রতকর ঘটনাবলী বিশেষ করে তাঁর অতীত ইতিহাশ, শিক্ষা, অর্থনীতি, অপরাধ, স্বাস্থ্য, সামাজিক মাধ্যম, ভোটিং রেকর্ড এবং জনসম্মুখে বলা বক্তব্য খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা হয়। সংগৃহীত তথ্যাদি জনমনে যাতে প্রভাব ফেলতে পারে, সেজন্য সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয় কিংবা অন-লাইনেও প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোর প্রচারণা এবং সমাবেশে প্রার্থীরা তাদের প্রতিদ্ধন্দি প্রার্থীদের বিরুদ্ধে এই তথ্য অস্ত্র হিসেবে কাজে লাগায়।

XS
SM
MD
LG