অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান থেকে শিগগিরিই আট দূতাবাস কর্মীকে ফিরিয়ে আনবে ভারত


সীমান্তের বেড়াজাল পেরিয়ে কুটনৈতিক স্তরে পৌঁছে গিয়েছে ভারত-পাকিস্তান লড়াই৷ চরবৃত্তির অভিযোগে পাক হাই কমিশনের মেহমুদ আখতারকে ভারতের হুঁশিয়ারির পর থেকেই তা শুরু।

চাপের মুখে সম্প্রতি ছয় আধিকারিককে ফিরিয়ে নেয় পাক প্রশাসন৷ আধিকারিকরা পাকিস্তানের মাটিতে পৌঁছানো মাত্রই ভারতীয় দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে তোপ দাগে পাক মিডিয়া৷ রাজেশ অগ্নিহোত্রী ও বলবীর সিং নামে দুই আধিকারিকের বিরুদ্ধে ‘র’ ও আইবি’র সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়৷ পরে আরও ছয় ভারতীয় আধিকারিকের নাম প্রকাশ্যে আনা হয়৷ প্রত্যেকের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান৷

ভারত-পাকিস্তানের তলানিতে ঠেকে যাওয়া সম্পর্কের জেরে আট ভারতীয় নাগরিককেই খুব শিগগিরিই ফিরিয়ে আনতে চলেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনবে সরকার- এমন খবর কেন্দ্রীয় সরকারী সূত্রের। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG