অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবাদ পাচারের অভিযোগ


An Indian army soldier looks from inside an army vehicle at the Indian air force base in Pathankot, India, Jan.4, 2016.
An Indian army soldier looks from inside an army vehicle at the Indian air force base in Pathankot, India, Jan.4, 2016.

ভারতে পাকিস্তান থেকে ক্রমাগত সীমান্ত-সন্ত্রাসবাদ পাচার নিয়ে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতের কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানাল ভারত। কূটনৈতিক ভাষায় আব্দুল বসিতকে ভারতের তীব্র উষ্মা প্রকাশ করেছেনভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। প্রসংগত বলা যেতে পারে দেশের কূটনৈতিক বিশেষজ্ঞ দের অভিমত
ভারতের হাতে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের টাটকা উদাহরণ হিসাবে রয়েছে সম্প্রতি কাশ্মীর উপত্যকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ চলাকালে ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গি বাহাদুর আলি। জেরায় সে স্বীকার করেছে যে, সে পাকিস্তানের নাগরিক। তার স্বীকারোক্তিকে হাতিয়ার করেছে ভারত। বাহাদুর আলির উদাহরণ দেখিয়ে পাকিস্তানকে চেপে ধরতে চেয়ে ভারত সে দেশের মাটি থেকে ভারতে সন্ত্রাসবাদ পাচার বন্ধ করতে হবে বলে আব্দুল বসিতের কাছে জোরালো দাবি তুলেছেনভারতের বিদেশ সচিবএস জয়শঙ্কর বলেই দেশের সংবাদ সংস্থার খবর।একই সাথেপাক হাই কমিশনারকে ডেকে সীমান্ত সন্ত্রাস প্রসঙ্গে কঠোর মনোভাব জানিয়েও দিয়েছে নয়াদিল্লীবলে খবর।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG