অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলা


Pakistan army soldiers patrol at a forward area Bagsar post on the Line of Control (LOC), that divides Kashmir between Pakistan and India, in Bhimber, some 166 kilometers (103 miles) from Islamabad, Pakistan, Oct. 1, 2016.
Pakistan army soldiers patrol at a forward area Bagsar post on the Line of Control (LOC), that divides Kashmir between Pakistan and India, in Bhimber, some 166 kilometers (103 miles) from Islamabad, Pakistan, Oct. 1, 2016.

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পুঁচ নদীর তীরে, মন্ডল গ্রামটি পাকিস্তানের সামরিক ঘাঁটি থেকে ২১০০ মিটার দূরে অবস্থিত। কর্তৃপক্ষ বলেছে গত বৃহস্পতিবার ভারত ওই ঘাঁটির উপর গোলা বর্ষণ করে।

মন্ডলের গ্রামবাসীরা বলেছে পাকিস্তানী সেনারা যখন পাল্টা গোলা বর্ষণ করে তখন বিস্ফোরণ তাদের বাড়ি ঘর কেঁপে উঠে। গ্রামবাসীরা বলেছে ৫ ঘন্টা ধরে গুলি চালনার সময় এবং তা বন্ধ হওয়া পর্যন্ত তারা বাঙ্কারে আশ্রয় নেয়।

ভারত বলেছে তাদের সেনারা নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানীদের দিকে কথিত সন্ত্রাসী শিবিরে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী অবশ্য দ্রুত ওই দাবী অস্বীকার করেছে যে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে।

XS
SM
MD
LG