অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শুক্রবার পরপর দুটি বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি আধা-স্বায়ত্তশাসিত খুররাম উপজাতীয় জেলার প্রধান শহর পারাচিনার একটি জনাকীর্ণ বাজারে বিস্ফোরণটি ঘটে।

ঐ এলাকার সংসদ সদস্য সাজিদ তুরি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, দ্বিতীয় শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে, দুপুরের যে সময়ে মানুষের চলাচল বেশী থাকে সেই সময় কম তীব্রতার প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।

ঐ আইনপ্রনেতা বলেছেন, তিনি ধারনা করছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হাসপাতাল সুত্র জানিয়েছে, ঐ হামলায় ৩০ জনেরও বেশি আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

যে এলাকায় বিস্ফোরণটি ঘটে, সেখানে মূলত শিয়া মুসলমানদের বসবাস।

সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে, পারাচিনার থেকে আহতদের পেশোয়ারের হাসপাতালগুলিতে স্থানান্তরের জন্য দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক ভাবে মারাত্মক ঐ বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি।

এই বিস্ফোরনটি ঘটে দক্ষিন পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরনে অন্তত ১৩ জন নিহত এবং ২০ জন আহত হবার কয়েক ঘন্টা পর।

সিনিয়র পুলিশ কর্মকর্তারাই ঐ বিস্ফোরনের লক্ষ্য ছিলেন। নিহতদের মধ্যে কমপক্ষে সাতজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

পাকিস্তানী তালেবানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামায়াতুল আহরার এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

XS
SM
MD
LG