অ্যাকসেসিবিলিটি লিংক

চরমপন্থীদের আস্তানায় পাকিস্তান প্রচন্ড বিমান আক্রমণ চালিয়েছে


FILE - IN this June 1, 2011, file photo, Pakistani troops fire heavy artillery toward alleged militants hideouts in mountain ranges along the Afghan border.
FILE - IN this June 1, 2011, file photo, Pakistani troops fire heavy artillery toward alleged militants hideouts in mountain ranges along the Afghan border.
পাকিস্তানের সামরিক বাহিনী থেকে বলা হয়েছে উত্তর ওয়াজিরিস্তানে উপজাতীয় এলাকায় নতুন করে বিমান আক্রমণে অন্তত ২৭ জন চরমপন্থী নিহত হয়েছে। এর একদিন আগে সেনা বাহিনী ঘোষণা করে যে ওই অঞ্চলে তারা একটা সার্বিক কার্যব্যবস্থা গ্রহণ করছে।

সেনা বাহিনীর বিবৃতিতে বলা হয় সোমবার জঙ্গী জেট বিমান কট্টোরপন্থী সন্ত্রাসীদের ৬টি আস্তানায় নির্ভুল আক্রমণ চালিয়েছে। পাকিস্তান বলেছে যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ছিল পলাতক Islamic Movement of Uzbekistan বা উজবেকিস্তানের ইসলামী আন্দোলনের যোদ্ধা। তারা আফগানিস্তান সীমান্তে অবস্থান নিয়ে ছিল।

সেনা বাহিনী থেকে বলা হয় উত্তর ওয়াজিরিস্তানে তাদের তৎপরতা পরিকল্পিত ভাবেই এগুচ্ছে। তিনি বলেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে সকল সন্ত্রাসী পালাতে চেষ্টা করছে তাদের আটক করা হচ্ছে। সামরিক বাহিনী বলেছে তারা প্রায় ১৭০ জন চরমপন্থীকে হত্যা করেছে।
XS
SM
MD
LG