অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৭৫ জন নিহত


রবিবার পাকিস্তানের উত্তর পশ্চিমে খৃষ্টানদের একটি অন্যতম প্রাচীন গীর্জায় দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৭৫ জন নিহত হয়। কয়েক বছরে সে দেশে সংখ্যালঘু খৃষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে এ ছিল সবচাইতে মারাত্মক আক্রমণ।

কাছাকাছি পেশোয়ার শহরে একটি হাসপাতালের প্রধান বলেছেন ১২০ জন যারা আহত হয়েছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পেশোয়ারে ওই জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে আছে মহিলা শিশু ও দুজন মুসলিম পুলিশ অফিসার যারা গীর্জার বাইরে মোতায়েন ছিলেন।

প্রায় ৬০০ মানুষ উপাসনায় অংশ নেন ১৩০ বছরের পুরনো ওই গীর্জা All Saints Church এ। প্রার্থনার পর গীর্জার বাইরে বাগানে তারা যাচ্ছিল, যেখানে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছিলো। ওই সময় সেখানে দুটি বোমা বিস্ফোরিত হয।

পাকিস্তানি তালেবানের একটি শাখা ওই বিস্ফোরণের দায় স্বীকার করে। তারা বলেছে যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত প্রত্যন্ত উপজাতীয় এলাকায় ড্রোন আক্রমণ চালাবে, তারা, যারা মুসলমান নয় তাদের বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত রাখবে।
XS
SM
MD
LG