অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান ড্রোন হামলায় পাকিস্তানে ৫জন নিহত হয়


US Pakistan
US Pakistan

পাকিস্তানের উত্তেজমাপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলে আমেরিকান ড্রোন হামলায় অন্তত ৫জন চরমপন্থী নিহত হয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল গ্রামে, আফগান সীমান্তের কাছে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে। উত্তর ওয়াজিরিস্তান হচ্ছে আল কায়দা ও তালিবান সংশ্লিষ্ট যোদ্ধাদের শক্তঘাটি।

গত মাসে একই এলাকায় দুটি হামলায় অন্তত ২৬জন নিহত হয়।

XS
SM
MD
LG