অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে পাকিস্তান ও রাশিয়ার জিম্মি উদ্ধার অভিযান 


আফগানিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে পাকিস্তানের পাঁচ জন বিমান চলাচল বিশেষজ্ঞ এবং রাশিয়ান এক বিমান চালককেতালিবানদের কাছ থেকে উদ্ধার করার উদ্দেশ্যে আফগানিস্তানের মধ্যাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার আফগানিস্তানের লোগার প্রদেশের প্রত্যন্ত এক অঞ্চলে বেসামরিক একটি হ্যালিকপ্টার জরুরী অবতরণে বাধ্য হলে তালিবান বিদ্রোহীরাতাদের জিম্মি করে নিয়ে যায়। রাশিয়ার তৈরি MI-17 হ্যালিকপ্টারটি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পেশাওয়ার শহর থেকে মধ্য এশিয়ার রিপাবলিক অফ উজবেকিস্তান যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমান চালক হ্যালিকপ্টরটি জরুরী অবতরণে বাধ্য হন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, বিমানটি মাটি স্পর্শ করার সংগে সংগে আগুন ধরে যায় তবে যাত্রীরাসবাই প্রাণে রক্ষা পেয়েছেন। এর পরপরই অপরিচিত বন্দুকধারীরা বিমান যাত্রীদের ধরে নিয়ে যায়।

XS
SM
MD
LG