অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তানের দু’টি সীমান্তে অত্যাধুনিক স্থলবন্দর নির্মাণ


পাকিস্তান জানিয়েছে যে আফগানিস্তানে পন্য পরিবহনের কাজ তরান্বিত করার লক্ষ্যে এবং যাতায়েত ব্যবস্থার সুবিধার জন্য এবছর তারা, দুটি প্রধান সীমান্ত পারাপারে অত্যাধুনিক স্থলবন্দর নির্মান করবে।

পাকিস্তানের বানিজ্য মন্ত্রী খুরাম দাস্তাগীর খান কাবুল সফর করছেন। সেখানে তিনি আফগান কর্মকর্তাদের সংগে এবিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। তিনি বলেন আফগান-পাকিস্তান বানিজ্য এবং ট্রানজিট চুক্তি বিষয়ে অগ্রগতি হয়েছে তবে আগামি মাসগুলোতে এই বিষয়ে আরো অগ্রগতি সাধিত হবে।

আফগানিস্তানের অস্থায়ী বানিজ্যমন্ত্রী মোজামিল শিনওয়ারি বলেন / তিনি আশা করেন যে এই আলোচনার ফলে APTTA, বাস্তবায়নে সে বাধা বিপোত্তি ছিল তা দূর হবে। এবং ভূবেষ্টিত এই দেশটি থেকে তাদের ্পন্য রপ্তানী এবং আমদানীর ক্ষেত্রে পাকিস্তানের ভেতর দিয়ে বানিজ্য পথ এবং বন্দর ব্যবহারের সুবিধেও লাভ করবে।

XS
SM
MD
LG