সোমবার পাকিস্তান এবং ভারতের সীমান্ত প্রহরীরা ওয়াঘা সীমান্তে পতাকা নামানোর অনুষ্ঠান পরিচালনা করে।
গতকাল পাকিস্তানের লাহোরে ওয়াঘা সীমান্তের কাছে বোমা হামলায় অন্তত ৫৫জন মারা গেছে, আহত হয়েছে ১শ জনেরও বেশি। আজ সোমবার নিহতদের জানাযার প্রস্তুতি চলছে।
সোমবার পতাকা নামানোর অনুষ্ঠান না হওয়ার পরিকল্পনা থাকলেও, অনুষ্ঠানে যোগ দেয়ার জন্যে শত শত মানুষ সমবেত হয়।
রোববার পাকিস্তান এবং ভারত যেখানে তাদের স্ব স্ব পতাকা নামিয়ে নেয়, সেখানে এই বিস্ফোরণ ঘটে।
সূর্যাস্তের সামান্য আগে এই আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং সীমান্তের দুপাশে বিদেশী পর্যটকসহ অনেকে এই আনুষ্ঠানিকতায় যোগ দেয়।
পাকিস্তানের দুটি তালিবান অংশ এই হামলার দায় স্বীকার করেছে।