অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে একটি হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬০জনের বেশি নিহত


পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কোয়েটাতে সোমবার এক প্রচন্ড আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬০জনের বেশি নিহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, অন্তত ১৬০জন আহত হয়।

হাসপাতালের কর্মকর্তারা বলেন, আহতদের মধ্যে ২৪ জনের বেশি গুরুতরো ভাবে আহত। আশংকা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা বাড়বে। হতাহতদের মধ্যে অধিকাংশই ছিলেন আইনজীবী।

কোয়েটার সিভিল হাসপাতালে বহু আইনজীবী সমবেত হয়েছিলেন। অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের গুলিতে খুব ভোরে প্রাদেশিক আইনজীবী সংস্থার প্রেসিডেন্ট যে নিহত হন, আইনজীবীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানেই বিস্ফোরণ ঘটে।

চরমপন্থী পাকিস্তানী তালেবানের একটি শাখা জামাতুল আহরার হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার ভয়েস অফ আমেরিকাকে ঘটনার বিবরণ দেন।

“খুব দুর্ভাগ্যজনক আজ ভোরে অত্যন্ত সম্মানিত আইনজীবী বিলাল আনোয়ার কাসিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তিনি শহীদ হন। আইনজীবীরা যখন তার মৃত দেহ পান তখনই বিস্ফোরণটি ঘটে। বহু মানুষ হতাহত হন।”

হতাহতদের মধ্যে সাংবাদিক ও টেলিভিশন ক্যামেরাম্যানরা আছেন। তারা সমাবেশের খবর দিচ্ছিলেন।

XS
SM
MD
LG