অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেণ্ট শি জিং-পিং দুদিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পৌঁছেছেন


চীনের প্রেসিডেণ্ট শি জিং-পিং দুদিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পৌঁছেছেন। এই সফরের উদ্দেশ্য জ্বালানী শক্তি ও অবকাঠামো প্রকল্পগুলোর ওপর জোর দেয়া।

এই সফরের কেন্দ্রে রয়েছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এই করিডোরে আছে, সড়ক, রেলপথ, গ্যাস ও তেলের পাইপলাইন যা পাকিস্তানের দক্ষিণের বন্দর গোয়াদার থেকে দক্ষিণ-পশ্চিম চীন পর্যন্ত বিস্তৃত।

চীনের লক্ষ্য, ঐতিহাসিক সিল্ক রোড, যা একসময় স্থল ও জলপথে এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ রক্ষা করত, তা আবারও ফিরিয়ে আনা। এবং তা বাস্তবায়নের একটি ধাপ এই করিডোর।

চীনের জাতীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সুন ওইদোং বলেছেন, তাদের স্বার্থরক্ষায় বেইজিং পাকিস্তানের সঙ্গে একটি যৌথ চুক্তি করছে।

প্রতিবেশী আফগানিস্তানে স্থিতিশীলতার বিষয়টি নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। আফগানীস্তানে ক্রমবর্ধমান সহিংসতা নিয়েও চীন উদ্বিগ্ন। কারণ, এই অঞ্চলে, অর্থনৈতিক ভবিষ্যত একারণে ব্যহত হতে পারে।

XS
SM
MD
LG