অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ৪ ইসলামিক জঙ্গীর ফাঁসি


পাকিস্তান চারজন ইসলামিক জঙ্গীর মৃত্যুদন্ডাদেশ কার্যকর করেছে। গত ৬ বছর ধরে মৃত্যুদন্ডাদেশ মুলতবি ছিল। তালিবান একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৫০জনকে হত্যা করলে, স্থগিতাদেশ তুলে নেয়া হয়।

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর ফায়সালাবাদে রোববার ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয়। তাঁরা পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল।

ঐ চারজন জঙ্গী হলেন, গুলাম সারওয়ার, রাশিদ টিপু, জুবায়ের আহমেদ এবং রাশিয়ার নাগরিক আখলাখ আহমেদ। অভিযুক্ত বাকি দুজনের ফাঁসি কার্যকর করা হয় শুক্রবার। তারা হলো আকিল এবং আরশাদ মাহমুদ।

মানবাধিকার সংস্থাগুলো, এই মৃত্যুদন্ড পুনরায় বলবদ করার ব্যাপারে পাকিস্তানের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়েছে। তারা বলছে, এর ফলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না, বরং প্রতিহিংসার চক্রেই আবার জড়িয়ে পড়বে সবাই।

XS
SM
MD
LG