অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে এক বিস্ফোরণে ৫৫ জন নিহত হয়


Pakistani relatives gather beside the covered bodies of victims who were killed in suicide bomb attack in Wagah border near Lahore, Nov. 2, 2014.
Pakistani relatives gather beside the covered bodies of victims who were killed in suicide bomb attack in Wagah border near Lahore, Nov. 2, 2014.

পাকিস্তানে পুলিশ বাহিনীর সূত্রে বলা হয়েছে রবিবার সন্ধ্যায় লাহোর অঞ্চলে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয় আর আহত হয় ১০০ জনের বেশি।

ভারত সীমান্তের কাছে ওয়াঘা শহরে ওই ঘটনা ঘটে। আহতদের লাহোরে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলেছে যে এক আত্মঘাতী বোমা আক্রমনকারী ওই বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তান ও ভারতের মধ্যে একমাত্র সড়ক সীমান্ত পারাপার হচ্ছে ওয়াঘা। সেখানে পতাকা নামানোর অনুষ্ঠানের পরপরই ওই বিস্ফোরণ ঘটে।

প্রতিদিন সূর্যাস্তের সময় ওয়াঘা সীমান্তে পতাকা নামানো হয়। বিদেশি পর্যটক সহ শত শত মানুষ সীমান্তের দুধারেই সমবেত হয় তা দেখার জন্য। ১৯৫৯ সাল থেকেই চলে আসছে এই আয়োজন। এই প্রথম, রবিবারের সহিংসতার মত কোন ঘটনা ঘটলো, সীমান্ত পারাপারের কাছে।

XS
SM
MD
LG