পাকিস্তানের উত্তরাঞ্চলে চিত্রালের প্রত্যন্ত এলাকায় বন্যায় অন্তত ৩০ জন প্রাণ হারায়। প্রচন্ড বৃষ্টিতে ওই বন্যা হয়।
স্থানীয় কর্মকর্তারা বলে ন বন্যার পানিতে একটি মসজিদ ও বেশ কিছু বাড়ি ভেসে গেছে। যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আছে নারী ও শিশু। ওই এলাকায় যারা নিখোঁজ তাদের খোঁজে সন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। আশংকা করা হচ্ছে যে মৃতের সংখ্যা বেড়ে যাবে।
পাকিস্তানের আবহাওয়া দফতর আগে সতর্ক করে দিয়েছিলো যে আকস্মিক বন্যা হতে পারে।