অ্যাকসেসিবিলিটি লিংক

‘অনার কিলিং’ বন্ধে পাকিস্তান পার্লামেন্টে  বিল পাশ


পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে আপন জনেকে হত্যা করে খুনিরা যে আইনি ফাঁকফোকর ব্যবহার করে বিচার এড়িয়ে যেত সেই সব সুযোগ বন্ধ করার উদ্দেশ্যে পাকিস্তান পার্লামেন্ট একটি বিল পাস করেছে।

‘অনার কিলিং’ বলতে সাধারণ ভাবে বোঝানো হয় পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার জন্য পরিবারের এক সদস্যের হতে অন্য সদস্যকে মৃত্যু। সাধারণত যৌন সংক্রান্ত কারণে এই ধরনের হত্যা করা হয় এবং প্রায়শই এর শিকার হয়ে থাকে মহিলারা

পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে প্রতিবছর শত শত নারী। আপনজনের হাতে খুন হন। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী কেবল ২০১৫ সালেই অন্তত ১১ শ’ নারী ‘অনার কিলিংয়ের’ শিকার হয়েছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে এসব হত্যাকাণ্ডের কোনও খবর মেলে না বলেও জানিয়েছে তারা।

XS
SM
MD
LG