অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত পাকিস্তান কাশ্মীরে গুলি বিনিময় করেছে, ২জন নিহত


Indian Border Security Force officers carry the coffin of a colleague killed Wednesday in an India-Pakistan cross-border firing, in Jammu, India, Jan. 1, 2015.
Indian Border Security Force officers carry the coffin of a colleague killed Wednesday in an India-Pakistan cross-border firing, in Jammu, India, Jan. 1, 2015.

পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা পাকিস্তানের দুই সীমান্তরক্ষীকে অতর্কিত আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তারা বলেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা ওই দুই সীমান্তরক্ষীকে কাশ্মিরে এক নিয়মিত বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলো।

ইসলামাবাদ এক উর্ধতন ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ওই ঘটনার বিষয়ে কড়া প্রতিবাদ জানানোর জন্য। পাকিস্তানের লাহোর শহরের কাছে বুধবার রাতে ওই ঘটনার সূত্রপাত।

ভারত এর ভিন্ন বিবরণ দিচ্ছে। তারা বলছে পাকিস্তানি বাহিনী গুলি চালনা শুরু করে। তার ফলে ইসলামপন্থী উগ্রবাদী যারা কাশ্মীরে বিদ্রোহ করছে তারা ১২টিরও বেশি ভারতীয় সীমান্ত চৌকী লক্ষ্য করে গুলি ছোড়ে।

ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করেছে।

XS
SM
MD
LG