কেমন করে পাকিস্তানের পাঠানো জঙ্গীদের উতপাত বন্ধ করতে পারে ভারত? প্রাক্তন সেনাপ্রধান, জেনারেল শঙ্কর রায়চৌধুরী এক টেলিভিশন আলোচনায় বলেছেন, তাঁর মতে, সীমান্তের ও পারে সেনা পাঠিয়ে জঙ্গী ঘাঁটি ধ্বংস করবার চেষ্টা করবার এটা উপযুক্ত সময় নয়। পাকিস্তানের সরকার-বিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং সিন্ধু প্রদেশ বা বালুচিস্তানের বিদ্রোহীরাও সে ক্ষেত্রে সরকারের পাশে দাঁড়াবে। তাঁর পরামর্শ, পাকিস্তান যেমন ও দেশ থেকে জঙ্গীদের প্রশিক্ষণ দিয়ে ভারতে নাশকতা করতে পাঠায়, একই কৌশল নিক ভারত। তেমন কাজে আগ্রহী লোকজনকে বরং প্রশিক্ষণ দেবে ভারত। তখনই পাকিস্তান বুঝবে, ভারতে হাঙ্গামা ঘটালে, ও দেশেও পাল্টা হাঙ্গামা করার ক্ষমতা রয়েছে ভারতের। তখনই পাকিস্তানের যদি চৈতন্য হয়। এ ছাড়া, ভারত ও পাকিস্তান, দুই দেশই পরমাণু শক্তিধর, তাদের সেনাবাহিনির মধ্যে সরাসরি সংঘর্ষ পরমাণু যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কা থেকেই যাবে।