অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন জনবহুল একটি মসজিদে শুক্রবার আত্মঘাতী এক বোমা হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৩ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে।

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের যে সাতটি আধা স্বশাসিত শহর আছে তার একটি মোহমান্দ এজেন্সিতে ঐ বোমা আক্রমণের ঘটনাটি ঘটে।

পাকিস্তানী তালিবান থেকেআলাদা হয়ে যাওয়া একটি শাখা ভয়েজ অব আমেরিকার সংগে যোগাযোগ করে জানিয়েছে যে তারা বিস্ফোরণের দায়িত্ব নিচ্ছে। জামাতুল আহরার বলছে তারা মসজিদে আক্রমণ চালিয়েছে এই কারণে যে নামাজিদের মধ্যে সরকারপন্থী উপজাতি মিলিশিয়া---পিস কমিটি নামে অভিহিত দলের সদস্যরা ছিলেন।

গত মাসে আমেরিকা জামাতুল আহরারকে বিশ্বব্যাপী সন্ত্রাসী দল বলে আখ্যা দেয়। তারা বলেছে, ঐ দল অসামরিক লোকজন, সংখ্যা লঘু, সামরিক সদস্য এবং নিরাপত্তা রক্ষাকারীদের লক্ষ্য করেবেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। মার্চ মাসে পেশওয়ারে অবস্থিত আমেরিকান কনস্যুলেটে হামলায় যে দু’জন পাকিস্তানী কর্মী প্রাণ হারিয়েছেন তার জন্য ঐ দলটি দায়ী।

XS
SM
MD
LG