অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সামরিক আদালত ছয় জন দূর্ধর্ষ সন্ত্রাসীকে মৃত্যুদন্ড দিয়েছে


পাকিস্তানে সম্প্রতি গঠিত সামরিক আদালত, সেনাবাহিনীর কথায় ছয় জন দূর্ধর্ষ সন্ত্রাসীকে, সন্ত্রাসী কর্মকান্ডের জন্যে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে।

আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই সব লোক হত্যা , আত্মঘাতী আক্রমণ এবং পণবন্দী করে রাখা এই সব লোক জড়িত। প্রথম দফা এই দন্ড ঘোষণা করার সময়ে, সেনাবাহিনী বলে, সপ্তম আরেকটি লোককে, যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

এত আরও বলা হয় যে দোসী সাব্যস্তদের আপিল করার অধিকার থাকবে তবে এটার জানায়নি যে সামরিক নাকি দেওয়ানি আদালতে তাদের আপিলের শুনানী হবে।

গত বছর ডিসেম্বর মাসে পেশাওয়ারের একটি স্কুলে জঙ্গি হামলার পর , সন্ত্রাস বিরোধী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এই বিতর্কিত সামরিক আদালত গঠন করেন। স্কুলে ঐ আক্রমণে ১৩৪ জন শিশু এবং ১৬ জন স্কুল স্টাফ প্রাণ হারায়।

XS
SM
MD
LG