পাকিস্তানের এক ট্যাক্সি চালক, যিনি গত সপ্তাহে আমেরিকার ড্রোন আক্রমণে নিহত হন, তার আত্মীয়রা কোন নাম উল্লেখ না করে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করেছে। আফগান তালেবান নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়।
নিহত ড্রাইভার মোহাম্মদ আজম, তালেবান প্রধান মোল্লাহ মনসুরকে নিয়ে যাচ্ছিলেন যখন ড্রোন থেকে ক্ষেপনাস্ত্রের আগাত লাগে তাদের গাড়িতে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে ওই হামলায় দুজনই নিহত হন।
প্রত্যন্ত নোশকি জেলা যেখানে ২১ মে ওই ক্ষেপনাস্ত্রের হামলা হয়, পুলিশ ওই খবরের সত্যতা যাচাই করেছে যে আজমের আত্মীয়রা First-Information Report (FIR) দায়ের করেছে কোন নাম উল্লেখ না করে আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধে।