অ্যাকসেসিবিলিটি লিংক

করাচীরে তেলবাহী ট্যাঙ্কার ও বাসের মধ্যে সংঘর্ষে ৫৭ জনের প্রাণহানী


পাকিস্তানের কর্মকর্তারা জনিয়াছেন যে বন্দর নগরী করাচীর দক্ষিণাঞ্চলে রবিবার সকালের দিকে দ্রুতগামী একটি তেলবাহী ট্যাঙ্কার ও একটি বাসের সংগে সংঘর্ষ হয়। ঐ ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।

উর্দ্ধোতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে দূর্ঘটনাটি ঘটে রাস্তার যে বেশ কিছু অংশ ভাংগা ছিল সেই অংশটিতে। ধাক্কা লাগার পর দু’টি যানেই আগুন ধরে যায়। নিহতদের মধ্যে শিশু ও মহিলা ছিল। মুহুর্ত্বের মধ্যে আগুনে ছড়িয়ে পড়ে এবং কেউ কিছু বোঝার আগেই বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

পাকিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার খুব বেশি। এর কারন হিসেবে বলা হচ্ছে, রাস্তার খারাপ অবস্থা, দায়িত্বহীন ভাবে গাড়ী চালানো এবং যান-বাহনের বেহাল অবস্থা।

বলছেন নিহতের সংখ্যা বাড়তে পারে।

XS
SM
MD
LG