যুক্তরাষ্ট্র যে বলেছে যে পাকিস্তান বেছে বেছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়ছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালানোর ষড়যন্ত্র করার জন্য তাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে, পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকম্যাস্টার এক আমেরিকান সংবাদ স্টেশনকে শনিবার বলেছেন ট্রাম্প প্রশাসন চাইছে আঞ্চলিক দেশগুলো বিশেষ করে পাকিস্তান যেন তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক কে নিরাপদ আশ্রয় দেওয়া এবং সমর্থন দেওয়া বন্ধ করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া ভয়েস অফ আমেরিকাকে বলেছেন পাকিস্তান সব সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কোন বৈষম্য দেখায়নি। তারা কখনই কোন দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেয়নি বা দেবে না।