অ্যাকসেসিবিলিটি লিংক

‘পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক’- এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাত্কার


গত এক দশকের প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে পরিচালিত সমিক্ষায় দেখা গিয়েছে প্রতি চার পাকিস্তানীর মধ্যে তিনজনই মনে করেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দুশমন । এ পরিস্থিতি পাল্টাতে কি করা দরকার বলে মনে হয়। এ জিজ্ঞাসার জবাবে পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড অলসান বলেন –দু’হাজার এগারো সালে যা যা ঘটেছে -CIA-র চুক্তিবদ্ধ কর্মচারী রেমান্ড ডেভীসের গুলিচালনার ঘটনা,গোপন তত্পরতায় ওসামা বিন লাদিনের নিধন,নেটোর বিমান হামলায় আফগান সীমান্তবর্তি অঞ্চলে ২৪ পাকিস্তানীর মৃত্যু –এসব মিলিয়ে সম্পর্কের একটা দুরুহ সময় যে কেটেছে সন্দেহ নেই তাতে । তবে তার পর থেকে এ অবধি , বিশেষ করে গত আট মাসে অবস্থা অনেক বেশি ইতিবাচক প্রতিয়মান হয়েছে - দু’দেশই একটা উপসংহারে উপনিত হয়েছে যে ফারাক কিছু থাকলেও এ দু’দেশের সম্পর্কে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে অনেক কিছু এবং পারস্পরিক ঐসব স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমাদেরকে সামনের পানে এগিয়ে যেতে হবে ।বললেন পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড অলসান ভয়েস অফ এ্যামেরিকার ইসলামাবাদ সংবাদদাতা আয়াজ গুলের সঙ্গে এক সাক্ষাত্কারে । ঐ সাক্ষাত্কারের বিবরণ এখন শোনাচ্ছেন রোকেয়া হয়দার।ww interview
please wait
Embed

No media source currently available

0:00 0:05:59 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG