অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেমে ইহুদিদের উপসনালয়ে আক্রমণে ৫ জন নিহত , ফিলিস্তিনি প্রেসিডেন্টের নিন্দে প্রকাশ


জেরুজালেমে ইহুদিদের উপাসনা স্থান সিনাগগে সন্ত্রাসীদের হামলায় আহত একজন পলিশ মারা গেলে এখন এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচ এ।

এ ঘটনার অন্যান্য শিকার হচ্ছে দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত ইহুদি ধর্মীয় নেতা রাবাইরা , যাদের মধ্যে ছিলেন তিন জন আমেরিকান এবং একজন ব্রিটিশ ।

মঙ্গলবার সকালে প্রার্থনা চলাকালে , বন্দুক , এবং মাংস কাটার ছুরি নিয়ে দু জন ফিলিস্তিনি সিনাগগে প্রবেশ করে উপাসনাকারীদের ওপর হামলা চালায়।

পুলিশ এই সন্ত্রাসীদের গুলি করে হত্যা করে। সিনাগগের মেঝেতে ইহুদিদের প্রার্থনার চাদর রক্ত রঞ্জিত অবস্থায় পড়ে ছিল।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আক্রমণের নিন্দে করেছেন তবে জঙ্গি গোষ্ঠি হামাস এটিকে ফিলিস্তিনি ভূমিতে ইসরালের দখলের আরেক ধরণের প্রতিশোধ বলে উল্লাস প্রকাশ করে।

এই দু জন হামলাকারীর বাড়ি ধ্বংস করে দেয়ার জন্য এবং এর আগের সন্ত্রাসী হামলাকারীদের ঘর বাড়িও ধ্বংস করার কাজ তরান্বিত করতে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু পুলিশকে আদেশ দিয়েছেন ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে নিরীহ অসামরিক লোকদের এই আক্রমণের কোন যুক্তি থাকতে পারে না। তিনি বলেন এটা খুবই জরুরী যে সহিংসতা প্রত্যাখ্যান করে শান্তির জন্য ইসরাইলী ও ফিলিস্তিনিদের একত্রে কাজ করা।

XS
SM
MD
LG