অ্যাকসেসিবিলিটি লিংক

১৮ হাজার ফিলিস্তিনি শরনার্থীর সুরক্ষা ও উদ্ধারে জরুরী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে জাতিসংঘ


দামেস্কের কাছে ইসলামিক স্টেট যোদ্ধাদের কাছে জিম্মি ১৮ হাজার ফিলিস্তিনি শরনার্থীর সুরক্ষা ও উদ্ধারে জরুরী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘ ত্রান ও কর্মসংস্থার প্রধান পিয়েরে ক্রাহেনবুল সোমবার এক জরুরী বৈঠকে বলেন ঐ ক্যাম্পে যারা আটকে পড়েছেন তারাা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জর্ডান থেকে ভিডিও লিংকে ক্রাহেনবুল সকল সদস্য রাস্ট্রসমূহকে ইয়ারমৌক থেকে তাদেরকে নিরাপদে উদ্ধারের বলেন।

জাতিসংঘ ত্রান সংস্থার মুখপাত্র ক্রিস গান্নেস ইয়ারমৌক শরনার্থী শিবিরের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন সেখানকার অবস্থা অমানবিকের চেয়ে খারাপ।

ফিলিস্তিনি রাস্ট্রদূত রিয়াদ মানসৌর সিয়িায় যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠির প্রতি ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে তাদের গৃহযুদ্ধে না জড়ানোর জন্যে আকুল আবেদন জানান।

XS
SM
MD
LG