অ্যাকসেসিবিলিটি লিংক

পানামা পেপারস এর সোমবারে প্রকাশিত তথ্যের আরো বড় ধরনের প্রভাব রাখার সম্ভাবনা রয়েছে: আইসিআইজে


বিশ্বের ধনীরা কর ফাঁকি দিয়ে কিভাবে দেশের বাইরে সম্পদ লুকিযে রাখে, গত মাসে সে সংক্রান্ত তথ্য পানামা পেপারস প্রকাশিত হলে, আইসল্যান্ড ও স্পেনের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন, বিব্রত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠে।

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) জানিয়েছে, সোমবারে প্রকাশিত গন তথ্যভান্ডারের আরো বড় ধরনের প্রভাব রাখার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এই সংস্থাটির কাছে, পানামার একটি ল’ফার্ম থেকে ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ মূল্যবান নথি রয়েছে। যা প্রাথমিক ভাবে কেবলমাত্র সাংবাদিকদের দেয়া হয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকদের ঐ সংস্থাটির উপ পরিচালক মারিনা ওয়াকার গুয়েভারা সোমবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, "আমি মনে করি- সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে, আমরা নাগরিকদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পেরেছি।"

XS
SM
MD
LG