আজ প্যারিস বিমান বন্দরে এক লোক, টহলদার সৈন্যের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যঁ ইভস লে দ্রায়াঁ‘র মতে একজন অপরিচিত লোক সৈন্যটির সঙ্গে হাতাহাতি করে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, তখন টহলকারী অন্য দু জন সৈন্য ঐ মহিলা সৈন্যকে রক্ষা করতে লোকটিকে গুলি করলে সে মারা যায়। এই ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়। বিস্তারিত শুনুন লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে: