অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসের নটর-ডেমের হামলাকারী কাছে আলজেরীয় পরিচয় পত্র


মঙ্গলবার ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরার কোলম জানিয়েছেন যে প্যারিসের নটর ডেম গির্জায় মঙ্গলবার এক ব্যক্তি পুলিশ কর্মকর্তার ওপরে যে হাতুড়ি দিয়ে হামলা চালায় সেই সময় সে চিৎকার করে বলেছে, “এটা সিরিয়ার।”

কোলম সাংবাদিকদের বলেন, গির্জার বাইরে যে পরিচয় পত্র পাওয়া গিয়েছে তাতে ইংগিত পাওয়া যাচ্ছে যে ঐ হামলাকারী আলজেরিয়ার ছাত্র। ফ্রান্সের সরকারী কৌঁসুলির দপ্তর জানিয়েছে, সন্ত্রাস বিরোধী দপ্তর মঙ্গলবারের আক্রমণের তদন্ত কাজ শুরু করেছে। আক্রমণের ঘটনাটি ঘটেছে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থানে যেখানে ঐ পুলিশ কর্মকর্তা টহল দিচ্ছিলেন।

প্যারিসের পুলিশ বিভাগ জানিয়েছে, পুলিশকে হাতুড়ী দিয়ে যে হামলা করে ছিল তাকে অন্য আরেক পুলিশ গুলি করে এবং সে আহত হয়েছে। কোলম জানিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তার অবস্থা এখন ভাল।

XS
SM
MD
LG