অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫০ জনেরও বেশী নিহত। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।


ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে কয়েক দফা সন্ত্রাসী হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫০ জনেরও বেশী নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য এবং শহরের ব্যাটাক্লান কনসার্ট হলে কয়েক ডজন মানুষকে জিম্মি করেছে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সূত্র জানায় প্যারিসের ১০ম ডিষ্ট্রিক্ট এলাকার একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলী চালায় এক বন্দুকধারী। একই সময় জাতীয় ষ্টেডিয়ামের কাছে বোমা হামলা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঐ সময় ঐ ষ্টেডিয়ামে জার্মানীর সঙ্গে ফুটবল খেলা চলছিল। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ঐ খেলা দেখছিলেন এবং তখন তাঁকে জরুরীভাবে সরিয়ে নেয়া হয়।প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটল।

হামলার কারন জানা যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

প্রেসিডেন্ট ওবামা এই হামলাকে পুরো মানবতার ওপর হামলা বলে অভিহিত করেছেন।

XS
SM
MD
LG