অ্যাকসেসিবিলিটি লিংক

কয়েক দশক পরে ফিরতে চলেছে স্কুল শিক্ষায় পাশ-ফেল প্রথা


কয়েক দশক পরে ফিরতে চলেছে স্কুল শিক্ষায় পাশ-ফেল প্রথা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে স্কুল শিক্ষায় দুটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল - স্কুলের নিচের দিকে ইংরিজি শিক্ষা উঠিয়ে দেওয়া ও অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়া। সার্বজনীন শিক্ষার দ্রুত প্রসারের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হলেও কয়েক বছর পরেই সাধারণ মানুষের চাপে ফিরে আসে নিচের ক্লাসে ইংরিজি শিক্ষা। এ বার ফিরতে চলেছে পাশ-ফেল প্রথা। সকলেই বুঝতে পারছেন, পরীক্ষা বা তাতে পাশ-ফেলের নিয়ম না থাকলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনায় চাড়-ই থাকে না। শিক্ষার মান যে নেমে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এ রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় স্কুল শিক্ষা বোর্ডও পাশ-ফেল উঠিয়ে দিয়েছিল। জানা যাচ্ছে, আগামী ২৫ অক্টোবর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, প্রকাশ জাভড়েকর কেন্দ্রের নতুন স্কুল শিক্ষা নীতি ঘোষণা করতে চলেছেন। তাতেই পাশ-ফেল ফেরানোর কথা বলা হবে। এর পরেই এ রাজ্যেও পাশ-ফেল ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেও পাশ-ফেল প্রথা ফেরানোর সপক্ষে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG