যুক্তরাজ্য থেকে ফেরা মাত্রই সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি যে কেউ হোন না কেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার এটাই জানিয়ে দিলেন। বললেন, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা। বৃটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। এ পর্যন্ত ৪০ টি দেশ বৃটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, বাংলাদেশে এ মুহুর্তে লকডাউনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের দেশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ওদিকে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্ল্যান্ট বন্ধ থাকায় সরকারি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, সহসাই এই সংকট কেটে যাবে। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ অস্থায়ী ভিত্তিতে ভারত থেকে অক্সিজেন এনে সরবরাহ করছে। যা কিনা যথেষ্ট নয়। সরকারি হাসপাতালে প্রতিদিন ১০০ টন তরল অক্সিজেনের চাহিদা রয়েছে। এর ৯০ ভাগই সরবরাহ করে লিন্ডে বাংলাদেশ।
করোনার কারণে নির্ধারিত জেলা প্রশাসক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৩৫৯ জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৬৭ জন।