আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হচ্ছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইস্রায়েলের রাজধানী ঘোষণা করার সিদ্ধান্তের পরে প্রথম কোন শীর্ষ কর্মকর্তা ঐ অঞ্চল সফর করছেন।
বিশ্ব নেতৃবর্গ জেরুজালেমকে রাজধানী ঘোষণা করায় ট্রাম্প প্রশাসনের দারুণ সমালোচনা করেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তেলাভিভ থেকে আমেরিকান দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথাও ঘোষণা করেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চার দিনে সফরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। ইস্রায়েলে যাওয়ার আগে প্রথমে তিনি মিসর এবং জর্ডান সফর করবেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স ইভানজেলিকাল খৃষ্টান ধর্মাবলম্বী এবং ইস্রায়েলের সংগে ইভানজেলিকালদের সুসম্পর্ক থাকায় আশা করা হচ্ছে যে ঐ অঞ্চলে তার এই সফর সফল হবে। এই সফরে তিনি ফিলিস্তিনী নেতাদের সংগে সাক্ষাত করবেন না।