অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গ সরকার পেট্রাপোলে নতুন থানা তৈরি করতে চলেছে


India
India

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অপরাধ দমন করতে রাজ্যের সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে অবশেষে নতুন থানা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এই গুরুত্বপূর্ণ এলাকায় এতকাল কোনও থানা ছিল না। বনগাঁ থানার অধীনেই ছিল পেট্রাপোল। এই প্রথমবার পৃথক থানা তৈরি হচ্ছে। সম্প্রতি, অনুমোদনের চিঠি আসার পরই থানা চালু করার যাবতীয় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জমি চিহ্নিতও হয়ে গিয়েছে। তবে, নতুন বাড়ি তৈরির আগেই অস্থায়ীভাবে অন্য কোথাও থানা চালু করা হবে। নতুন বিল্ডিং তৈরির কাজ শেষ হয়ে গেলে সেখানে থানা স্থানান্তর করা হবে। জেলা পুলিশের দাবি, পেট্রাপোল থানা থেকে সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সুবিধা হবে।
পেট্রাপোল শুধু রাজ্যের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর নয়, সারা দেশেরও অন্যতম বৃহৎ স্থলবন্দর নামে পরিচিত। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে আইসিপি অর্থাৎ ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হতে চলেছে। পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানরা দায়িত্বে রয়েছেন। কিন্তু, সীমারেখার বাইরে স্থলবন্দর এলাকায় অপরাধ দমন করার জন্য একটি থানা তৈরির দাবি দীর্ঘদিনের।
পরমাশিষ ঘোষ রায় বিস্তারিত জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG