শিশুদের অধিকার সুরক্ষায় গনশুনানি আয়োজন করছে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এব্যাপারে এই সংক্রান্ত বিঞ্জপ্তি জারি করতে চলেছে রাজ্য কমিশন।
বিঞ্জপ্তি জারির পর থেকেই অন লাইনে সরাসরি অভিযোগ জানানো যাবে খবর।
এবং কমিশনে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে বিভিন্ন জেলায় গনশুনানির আয়োজন করা হবে।
কমিশনের চেয়ারম্যান অশোকেন্দু সেনগুপ্ত সংবাদ মাধ্যম কে জানিয়েছেন কোথাও কোনো শিশুর অধিকার লঙ্ঘিত হলে, শিশুনিগ্রহ, কোথাও স্কুলে ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হলে, স্কুলে পানীয় জল, শৌচাগাররের অভাব,পর্যাপ্ত শিক্ষকের অভাব- প্রভৃতি বিষয়ে অভিযোগ জানানো যাবে
নিগৃহীত শিশু,তার অভিভাবক,স্বেচ্ছাসেবী সংস্থা সহ যে কেউ কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে।
সেই অভিযোগ খতিয়ে দেখে। সত্যতা বিচার করে গনশুনানির আয়োজন করা হবে।
রাজ্যের বিশিষ্ট আইনঞ্জ, সমাজবিদ, চিকিতসক , শিক্ষাবিদ্ রা এই শুনানিতে অংশ নেবেনl পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: