অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো ভারত


ভারত আজ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখার প্রয়াস এই প্রথম। আর শুরুতেই এল সাফল্য। ফলে একটা মাইলস্টোন স্পর্শ করা সম্ভব হল বলে দাবি প্রতিরক্ষা দপ্তরের।

ভারতীয় বায়ুসেনার সুখোই তিরিশ এমকেআই যুদ্ধ জেটবিমান থেকে উৎক্ষেপণ হয়েছে ওই মিসাইলের। সেটি বঙ্গোপসাগরের কোনও এক জায়গায় নির্ধারিত টার্গেটে আঘাত করেছে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এসইউ-তিরিশ এমকেআই থেকে ব্রহ্মোস এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে বায়ুসেনার আকাশে অভিযানের শক্তি আরও জোরদার হবে। আজ ইতিহাস তৈরি করল ব্রহ্মোস।এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের তকমা পেয়েছে। প্রায় দুশো নব্বই কিমি দূরত্ব পর্যন্ত টার্গেট আঘাত করতে পারে ব্রহ্মোস। আজকের নির্ভূল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর স্থল, সমুদ্র, আকাশপথে ব্রহ্মোস নিক্ষেপের ক্ষমতা অর্জন করল সশস্ত্র বাহিনী। ব্রহ্মোসের স্থল ও যুদ্ধজাহাজ সংস্করণ ইতিমধ্যে তাদের সমরাস্ত্র ভান্ডারে অন্তর্ভুক্ত হয়েছে।প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এই ঐতিহাসিক লক্ষ্য পূরণের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) বিজ্ঞানীদের ও ‘টিম ব্রহ্মোস’-কে অভিনন্দন জানিয়েছেন।

XS
SM
MD
LG