অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সের প্রেসিডেন্ট তাঁর দেশকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহার করছেন


FILE - Philippines' President Rodrigo Duterte gestures during a news conference at the Association of South East Asian Nations (ASEAN) summit in Pasay, metro Manila, Philippines, Nov. 14, 2017.
FILE - Philippines' President Rodrigo Duterte gestures during a news conference at the Association of South East Asian Nations (ASEAN) summit in Pasay, metro Manila, Philippines, Nov. 14, 2017.

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন তিনি তাঁর দেশকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহার করবেন। ওই আদালত দুতার্তের বিরুদ্ধে, মাদক বিরোধী অভিযান সংশ্লিষ্ট গণহত্যার অভিযোগগুলো যাচাই করে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

বুধবার দুতার্তের দফতর থেকে এটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয় যে রোম বিধি অনুসমর্থন প্রত্যাহার তাৎক্ষনিক কার্যকর করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশানেল দুতার্তের পদক্ষেপের সমালোচনা করেছে।

হেগ ভিত্তিক আদালত, গত মাসে ঘোষণা করে যে তারা ফিলিপিন্সের এক আইনজীবী, দুতার্তের, মাদক বিরোধী অভিযানের বিরুদ্ধে যে অভিযোগ করেন তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। ২০১৬ সালে দুতার্তে ক্ষমতা নেওয়ার পর থেকে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার মানুষ নিহত হয়।

মানবাধিকার কর্মীরা বলেছেন দুতার্ত যে অবৈধ মাদক চোরাচালানকারীদের হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সে কারণে পুলিশ বিচার বহির্ভূত হত্যাকান্ড চালায়।

XS
SM
MD
LG