অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন ৫০ 


ফিলিপিন্সের কর্মকর্তারা সোমবার জানান, সেনাবাহিনী বিম্যান দুর্ঘটনার ধ্বংসস্তুপ থেকে আরো ৪টি মৃতদেহ উদ্ধার করেছে I সেখানে মৃতের সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে ৫০ এ I লকহিড সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি অবতরণের সময় রানওয়ে হারিয়ে ফেলে পার্শ্ববর্তী একটি নারিকেল বাগানে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়I এই নির্মম দৃশ্য প্রতক্ষ্য করেন সেনা সদস্য ও ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরাI

সেনা বাহিনী, পুলিশ ও অগ্নিনির্বাপক দল ঝাঁপিয়ে পড়া কয়েকজন সেনা সদস্যসহ ৪৯জন সেনাকে উদ্ধার করতে সমর্থ হনI এ বছর সামরিক সহায়তার অংশ হিসাবে, যুক্তরাষ্ট্র ফিলিপিন্সকে যে দুটি পুনর্নির্মিত পরিবহন বিমান দিয়েছিলো, এটি তার একটিI

প্লেনে আরোহীদের মধ্যে বেশির ভাগ ছিলেন সদ্য গ্রাজুয়েট হওয়া সেনা সদস্য, যাদেরকে দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়তে প্রশিক্ষণ দেয়া হয়েছিলI

XS
SM
MD
LG