অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সের প্রেসিডেন্ট সামরিক আইন বলবৎ করার হুমকী দিয়েছেন


Philippine President Rodrigo Duterte, right, hands over a Philippine Eagle stuffed toy named Sakura to Japan's Prime Minister Shinzo Abe during the ceremonial eagle naming at the garden area of Waterfront Insular Hotel in Davao City, southern Philippines,
Philippine President Rodrigo Duterte, right, hands over a Philippine Eagle stuffed toy named Sakura to Japan's Prime Minister Shinzo Abe during the ceremonial eagle naming at the garden area of Waterfront Insular Hotel in Davao City, southern Philippines,

ফিলিপিন্সের প্রেসিডেন্ট দেশে সামরিক আইন বলবৎ করার হুমকী দিয়েছেন।

শনিবার দক্ষিণাঞ্চলের দাভাও শহরে বানিজ্য সমিতির সদস্যদের সামনে দেওয়া ভাষণে রডরিগো দুতার্তে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে তিনি সামরিক আইন জারি করবেন। তিনি বলেন তাকে কেউ থামাতে পারবেন না। তিনি বলেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ফিলিপিনো জনগনকে রক্ষা করা এবং সে দেশের যুব সমাজকে রক্ষা করা।

বিতর্কিত প্রেসিডেন্ট, অবৈধ মাদক নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মাদকবিরোধী লড়াইয়ের প্রথম ৬ মাসে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে পুলিশ ও নজরদারী গ্রুপের হাতে। এর তীব্র সমালোচনা করে মানবাধিকার গ্রুপগুলো, জাতি সংঘ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দুতার্তে সমালোচনা অগ্রাহ্য করার এবং দমন অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

XS
SM
MD
LG