অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সের নব নির্বাচিত প্রেসিডেন্ট মৃত্যুদন্ড ফিরিয়ে আনতে চান


Front-running presidential candidate Mayor Rodrigo Duterte gestures during his second news conference after voting in a polling precinct at Daniel R. Aguinaldo National High School, Matina district, his hometown in Davao city in southern Philippines, May
Front-running presidential candidate Mayor Rodrigo Duterte gestures during his second news conference after voting in a polling precinct at Daniel R. Aguinaldo National High School, Matina district, his hometown in Davao city in southern Philippines, May

ফিলিপিন্সের নব নির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো ডুটারটে বলেছেন মৃত্যুদন্ড ফিরিয়ে আনার জন্য তিনি কংগ্রেসের কাছে আবেদন জানাবেন। ধর্ষণ, ডাকাতি, হত্যাকান্ড এবং মাদক পাচার সহ কিছু অপরাধমুলক তৎপরতার জন্য শাস্তি হিসেবে তিনি মৃত্যু দন্ড চান।

ডুটারটে সাংবাদিকদের বলেন প্রাণদন্ড কার্যকরের জন্য তিনি ফাঁসি দিতে চান। তিনি মনে করেন অন্যান্য পন্থার চাইতে ফাঁসি দেওয়া অনেক মানবিক। তিনি আরও বলেন সংগঠিত অপরাধ চক্রের সদস্য যারা গ্রেপ্তার করার সময় বাধা দেয় তাদের গুলি করে হত্যা করার নির্দেশ দেবেন তিনি পুলিশদের।

ডুটারটে গত সপ্তাহে নির্বাচনে জয়ী হন। তিনি নির্বাচনী প্রচার অভিযানের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দায়িত্ব নেওয়ার প্রথম ৬ মাসে অপরাধ মূক তৎপরতার বিরুদ্ধে তিনি কঠোর দমন অভিযান চালাবেন।

XS
SM
MD
LG