ফিলিপিন্সে সোমবারে প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির দক্ষিণাঞ্চলের একজন মেয়র বেসরকারী ভোটের হিসাবে বেশ ভাল ভাবেই এগিয়ে আছেন।
সবশেষ হিসাবে দেখা যাচ্ছে যে, দাভাও শহরের মেয়র রডরিগো দুতেরতে তাঁর নিকটতম প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে প্রায় দ্বিগুন ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
৭১ বছর বয়সী দুতেরতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শপথের মধ্য দিয়ে ভোটারদের সমর্থন পান।
এদিকে, সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে, নির্বাচনের দিনে সহিংসতার খবর পাওয়া গেছে।
ম্যানিলা ভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিটিকাল এন্ড ইলেকশন রিফর্ম’ এর নির্বাহী পরিচালক রামোন কাসিপলে বলেন, “সহিংসতা, কারচুপি বা ভোটের মেশিন নষ্ট হয়ে যাওয়া যাই হোক না কেন , প্রশ্ন হচ্ছে সেগুলো কি বিচ্ছিন্ন ঘটনা না ধারাবাহিকতা। এখনও আমরা সেটা জানি না। এত আগে কিছু বলা যাবে না। তবে ফলাফল বিশ্বাসযোগ্য হতে হবে যা জনগন মেনে নেবে।” তিনি আরও বলেন প্রক্রিয়া সুষ্ঠ না হলে গণতন্ত্র ব্যর্থ হবে।