যুক্তরাষ্ট্রের FBI সংস্থা জানিয়েছে যে ডি এন এ মারফত তারা প্রমান পেয়েছেন যে একজন পুলিশ গত মাসে মিন্দানাও দ্বীপে একজন শীর্ষ জঙ্গিকে হত্যা করেছে I জঙ্গি নেতা জুলকিফলি বিন হীরকে ২৫শে জানুয়ারী পুলিশ অভিযানের সময় হত্যা করা হয় I এই হামলা ও হত্যা বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় বাঁধার সৃষ্টি করবে I এই অভিযানে ৪০ জন পুলিশ অফিসারও নিহত হন I প্রেসিডেন্ট বেনিনো আকিনো এই হামলার নিন্দা জানিয়েছেন পুলিশ সদস্যদের মৃত্যুর জন্য শুধু নয়, বরঞ্চ জঙ্গি দল মোরো লিবারেশন ফ্রন্টের সঙ্গে শান্তি আলোচনা হুমকির মুখে পড়ার জন্য I