অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী মারাউইর লড়াই শেষ হয়েছে বলে ঘোষণা করেন


ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা সোমবার বলেছেন দক্ষিণাঞ্চলের মারাউই শহরে চরমপন্থীদের বিরুদ্ধে ৫ মাস ধরে চলা লড়াই শেষ হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন “মারাউই তে এখন আর কোন জঙ্গী নেই।”

দেশের সশস্ত্র বাহিনী দুই জঙ্গী নেতাকে হত্যা করার প্রায় এক সপ্তাহ পর এই ঘোষণা করা হলো। ওই দুই জঙ্গী নেতার মধ্যে একজন ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে।

প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ওই সময় ঘোষণা করেন যে মারাউই শহরকে সন্ত্রাসী প্রভাব থেকে মুক্ত করা গেছে। অবশ্য সামরিক কর্মকর্তারা বলেন ২০ থেকে ৩০জন সশস্ত্র চরমপন্থী রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস ফিলিপিন্সের সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন তারা সন্ত্রাসীদের একটা অত্যন্ত প্রয়োজনীয় বার্তা পাঠিয়েছে।

XS
SM
MD
LG