অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে সামুদ্রিক ঝড় কোপ্পু আঘাত হেনেছে, প্রচন্ড বৃষ্টিপাত সেখানে


map of phillipines
map of phillipines

সামুদ্রিক ঘুর্নীঝড় কোপ্পুর জন্য ফিলিপাইনে যে বন্যা হচ্ছে, তাতে আটকে পড়া শত শত গ্রামবাসীকে, ফিলিপাইনের সেনা বাহিনী, পুলিশ আর স্বেচ্ছাসেবিরা সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। ঝড়ে এপর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকর্মীরা রবারের তৈরি নৌকো নিয়ে উত্তরাঞ্চলের লুজন দ্বীপের অভ্যন্তরে অগ্রসর হচ্ছে। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে আটকা পড়ে গেছে। দুদিন ধরে প্রচন্ড বৃষ্টির পর অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।

ঝড়ের তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনও প্রবল বেগে বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে এবং তাতে বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হচ্ছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান করা হচ্ছে।

XS
SM
MD
LG