অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে ভূমি ধ্বসে অন্তত ১২জন নিহত


Rescuers pull out a survivor from rubble after a landslide in the city of Naga, Cebu island, Philippines, Sept. 20, 2018.
Rescuers pull out a survivor from rubble after a landslide in the city of Naga, Cebu island, Philippines, Sept. 20, 2018.

বৃহস্পতিবার ফিলিপিন্সে ভূমি ধ্বসে অন্তত ১২জন নিহত হয়েছে।ঐ ঘটনায় বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। খুব ভোরে সেবু দ্বীপের নাগা শহরে বর্ষা মৌসুমের অনবরত বৃষ্টির কারণে এই দুর্যোগ ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন ৫০ জনের ও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

লুযন দ্বীপের বাসিন্দারা টাইফুন মাংখুটের কারণে হওয়া ভূমিধ্বসের দুর্যোগ থেকে সামলে ওঠার আগেই নাগা শহরে এই ঘটনা ঘটলো। কর্মকর্তারা বলছেন এ পর্যন্ত ৮৮ জন নিহত হয়েছেন টাইফুন মাংখুটের আঘাতে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছেন কয়লা শ্রমিক ও তাদের পরিবারবর্গ যারা ঝড়ের সময় আশ্রয় নিয়েছিলেন একটি গির্জায়।

XS
SM
MD
LG