অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে অন্তত দুজন প্রাণ হারিয়েছে


Philippines Typhoon
Philippines Typhoon

শনিবার রাতে ঘূর্ণিঝড় হাগুপিট ফিলিপিনের উপকূলীয় এলাকায় আঘাত হানে এবং তাতে অন্তত দুজন প্রাণ হারিয়েছে।

রবিবার স্থানীয় আবহাওয়া দফতর পাগাসা বলেছে সামার দ্বীপে প্রত্যন্ত জেলেদের এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানলে বিভিন্ন ভবনের ছাদ উড়ে যায় এবং প্রশান্ত সাগরে গিয়ে পড়ে।

ওই অঞ্চলের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তা ঘাটে গাছ পালা আর টিনের ছাদ পড়ে রয়েছে। বিশাল ওই ঘুর্ণিঝড়ে ঘন্টায় ২১০ কিলোমিটার বেগে বাতাস বয়।

আবাহবিদরা বলেছেন ফিলিপিন্সের মধ্যাঞ্চল অতিক্রম করতে ঘূর্ণিঝড় হাগুপিটের তিন দিন সময় লাগবে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকা থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।

XS
SM
MD
LG