অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের সাবেক স্বৈর শাষক ফার্দিনান্দ মার্কোসকে সেনা মর্যাদায় দাফন করা হয়েছে


ফিলিপাইনের সাবেক স্বৈর শাষক ফার্দিনান্দ মার্কোসকে শুক্রবার সেনা মর্যাদায় দাফন করা হয়েছে। সাধারন মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হবার ৩০ বছর পর ম্যানিলায় তাকে এই মর্যাদা দেয়া হল।

২১ বার গুলির শব্দের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতার এবং তারপর সেনা প্যারেড ও গার্ড অব অনারের আয়োজন করা হয়। মার্কোসের স্বৈরাচারী শাষনের সময় বিপুল মাত্রায় মানবাধিকার লংঘনের প্রমান থাকার পরও ফিলিপাইনের সুপ্রিম কোর্টের নির্দেশে মার্কোসকে সেমেট্রিতে কবর দেয়া হয়।

বিরোধীদলের প্রতিবাদ স্বত্তেও ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে এই অনুষ্ঠান অনুমোদন করেন। প্রতিবাদ এড়িতে মার্কোসের শেষকৃত্য অনুষ্ঠিত হয় গোপনে।

XS
SM
MD
LG