অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় এক বিমান দূর্ঘটনায় ৬২ জন বিমান আরোহীর প্রাণনাশ


দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী বিমান রাশিয়ার দক্ষিনাঞ্চলের শহর রস্টফ-অন-ডন ‘এ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ৬২ জন বিমান আরোহী প্রাণ হারান।

কর্মকর্তারা বলছেন ফ্লাইদুবাই এয়ারলাইন্স ‘এর বোয়িং 737 ‘এর এই ফ্লাইটে ৫৫ জন যাত্রী এবং সাতজন বিমানকর্মী ছিলেন। রাশিয়ার তদন্ত কমিটি বলছে যে তারা মনে করছে চালকের ভুল , খারাপ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে।

রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা জানাচ্ছে যে জরুরি কর্মীরা ঐ বিমানের দুটি ফ্লাইট রেকর্ডারের মধ্যে একটি পেয়েছেন এবং তাঁরা দ্বিতীয়টির সন্ধান করছেন। ঐ রেকর্ডিং পেলে বোঝা যাবে কি কারণে এই দূর্ঘটনা ঘটলো।

ক্রেমলিনের একজন মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ঘটনার যারা শিকার তাদের স্বজনদের সহযোগিতা প্রদান হচ্ছে অগ্রাধিকারের বিষয়।

দুবাই ভিত্তিক ফ্লাই-দুবাই এবং বোয়িং কোম্পানী নিহতদের পরিবারের কাছে শোকবার্তা পাঠিয়েছে। তারা বলছে যাত্রীদের মধ্যে ৩৩ জন মহিলা , ১৮ জন পুরুষ এবং চারজন শিশু ছিল।

XS
SM
MD
LG