অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী


২০২০ সালের সেপ্টেম্বর মাসে তোলা ফাইল ছবিতে প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাককে দেখা যাচ্ছে I এরা দুজনেই কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেনI
২০২০ সালের সেপ্টেম্বর মাসে তোলা ফাইল ছবিতে প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাককে দেখা যাচ্ছে I এরা দুজনেই কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেনI

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা দপ্তর, প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাককে জানাতে বলেছে যে, তারা কোনো কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন কিনাI রবিবার ডাউনিং স্ট্রিট, এক বিবৃতিতে জানায়, তাদেরকে প্রাত্যহিক পরীক্ষা কর্মসূচিতে যোগযোগ করতে হবে, যা তাদেরকে ডাউনিং স্ট্রিট থেকে কাজ করতে অনুমতি দেবে, তবে তারা যখন কাজে থাকবেন না, স্বেচ্ছায় তাদের বিচ্ছিন্ন থাকতে হবেI

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব, সাজিদ জাভিদ, যিনি দেশের করোনা কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন, শনিবার কোভিড পরীক্ষায় ইতিবাচক ধরা পড়ার এবং স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার কথা জানানোর পর, এই ঘোষণা দেয়া হয় I

বিশেষত, ডেল্টা ভেরিয়েন্ট আগ্রাসী ভাইরাসের কারণে, যুক্তরাজ্য ও বিশ্বের বহু দেশে কোভিড -১৯ রোগীদের সংখ্যা বেড়ে চলেছেI বিশ্বের বহু দেশ আবারও মাস্ক পরিধান ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছেI

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে, প্রেসিডেন্ট বাইডেন ও সার্জন জেনারেল ড: ভিভেক মূর্তি সামাজিক মাধ্যমে প্রচারিত কোভিড -১৯ 'র ভ্যাকসিন সম্পর্কিত অপপ্রচারের বিরুদ্ধে এক হুকুম জারি করেনI

XS
SM
MD
LG